Skip to main content

Posts

Showing posts from November, 2023

আবারও জনগণকে সেবা করার সুযোগ দিতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা, ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণকে আবারও তাঁদের সেবা করার সুযোগ দিতে ‘নৌকায়’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান জানাই।’ আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রত্যাশা করে ওয়াদা চাইলে উপস্থিত জনতা দুই হাত তুলে সমস্বরে সাড়া দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে এক মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে ২ হাজার ৫৯৩ কোটি টাকা ব্যয়ে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এসব প্রকল্পের মধ্যে সমাপ্ত ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বাকি পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন দিয়েছে। আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই নৌকাই দেবে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ।’ তিনি আরও ব

৮ উইকেটে জিতল অস্ট্রেলিয়া

  ম্যাচ শেষে মোস্তাফিজুর রহমান ও মিচেল মার্শ মোস্তাফিজুর রহমানকে চার মেরে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়া জিতেছে ৮ উইকেটে, ৩২ বল বাকি থাকতেই। টানা ৭ জয়ে সেমিফাইনালে যাচ্ছে অস্ট্রেলিয়া। এর আগে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ল তারা। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ফিফটি করেছেন, তবে অস্ট্রেলিয়া ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক অবশ্যই মিচেল মার্শের ক্যারিয়ারসেরা ১৭৭* রানের ইনিংস। ওয়ার্নারের সঙ্গে ১২০ রানের পর স্মিথের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ১৭৫ রান। তৃতীয় ওভারে হেডকে বোল্ড করে ব্রেকথ্রু এনে দিয়েছিলেন তাসকিন। কিন্তু এরপর আসলে ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ। এক মেহেদী ছাড়া খরুচে বোলিং করেছেন সবাই। ব্যাটিংয়ে দারুণ শুরুর পর শক্ত একটা ভিত পেলেও পুনেতে বাংলাদেশ থামে ৩০৬ রানেই। পরে অস্ট্রেলিয়ার ব্যাটিং-ই বলে দেয়, ‘আরও কয়েকটি রান করতে না পারার’ সেই চিরায়ত আক্ষেপেই ভুগবে বাংলাদেশ দল। যাদের বিশ্বকাপ শেষ হলো মাত্র দুটি জয় দিয়েই। তবে আপাতত হতাশার বিশ্বকাপ শেষ, খাতা-কলমেও বাংলাদেশ এখন দর্শক।

বাংলাদেশ দলের অধিনায়ক হতে প্রস্তুত নাজমুল

  সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন চোটাক্রান্ত সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বিশ্বকাপে আরও একবার বাংলাদেশের অধিনায়কত্ব করলেন নাজমুল হোসেন। প্রথমবার ভারতের বিপক্ষে, এরপর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে দুটি ম্যাচেই দায়িত্ব পালন করেছেন নিয়মিত অধিনায়ক না থাকায়। নাজমুল জানিয়েছেন, বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলে তিনি সেই দায়িত্ব নিতে প্রস্তুত। নাজমুল বিশ্বকাপে গেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে। তবে সাকিবের সহ-অধিনায়ক হওয়াটা ছিল আচমকা। বিশ্বকাপের আগে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সাকিবের অনুপস্থিতিতে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তৃতীয় ওয়ানডেতে লিটন বিশ্রাম নিলে নেতৃত্ব দেওয়া হয় নাজমুলকে। একই দিনে বিশ্বকাপের ঘোষিত দলে বাঁহাতি এই ব্যাটসম্যানকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। বিশ্বকাপে চোটের কারণে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে পারেননি সাকিব। কাকতালীয়ভাবে দুটি ম্যাচই হয়েছে পুনেতে। মহারাষ্ট্রের এই মাঠে অধিনায়ক নাজমুলের অভিজ্ঞতা যথাক্রমে ৭ ও ৮ উইকেটে হার। তবে এ থেকে অনেক কিছু শিখেছেন বলে মনে হচ্ছে অধিনায়ক নাজমুলের, ‘দু

England vs Netherlands, 2023 World Cup

  A century from Ben Stokes and three-wicket hauls from spinners and Moeen Ali and Adil Rashid helped England record just their second win of the 2023 World Cup, beating the Netherlands by 160 runs. The Netherlands' slim chances of advancing to the last four of the tournament officially ended with the loss. (AP)